ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় নদীতে জেলের জালে কুমির উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০৭:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বন্যায় ভারত থেকে কুষ্টিয়া পদ্মা ও গড়াই নদীতে কুমির এসেছে এমন খবরের বেশ কিছুদিন ঘরে আতংক বিরাজ করছিলো নদী পাড়ের মানুষের। এমন ঘটনা চাউর হওয়ার পর কুষ্টিয়া মিরপুর উপজেলা তালবাড়িয়া বালির ঘাট সংলগ্ন পদ্মা নদীর ঘাটে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কুমির। কুমিরটির ওজন আনুমানিক ৩ মণ এবং লম্বা প্রায় ১১ ফুট।

মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলে শরিফুল ইসলাম পদ্মায় মাছ ধরতে গেলে তার জালে আটকায় বিশাল কুমিরটি। এসময় জালে কুমির দেখে আতংক ছড়িয়ে পড়ে অন্যজেলে ও আশেপাশের লোকজন।

কুমির ধরার খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা কুমিরটি একনজর দেখতে ভিড় জমায় পদ্মা পাড়ে।খবর পেয়ে জেলা বনবিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাল থেকে কুমির উদ্ধার করে।

জেলে শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মত আমরা ৮-৯ জন একটি নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে যায় দুপুর ১.৩০ দিকে। জাল টানতে ভারি লাগলে মনে হচ্ছিল বড় কোন মাছ বেধেছে। জাল নৌকায় তুলতেই দেখি কুমির। জাল ছিড়ে কুমির বের হওয়ার চেষ্টা করছিলো। এ সময় আমরা জাল থেকে কুমির বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। পরে বন বিভাগের লোকজন এসে কুমির উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জালাল উদ্দীন জানান, দুপুরে শুনি তালবাড়ি পদ্মার ঘাটে কুমির ধরা পড়েছে। এসে দেখি বিশাল আকৃতির একটি কুমির। আমরা এতবড় কুমির নিজ চোঁখে কোন দিন দেখেনি। কুমিরটি নদীর পাড়ে এনে জাল থেকে বেড় করে জেলেরা। এরপর বনবিভাগ কুমিরটি নিয়ে যায়।

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি প্রকৃতিপ্রেমী শাহাবউদ্দিন মিলন বলেন, অনেক দিন থেকে শুনছি নদীতে কুমির আছে। এর আগে কুমির ধরার জন্য হাঁস, মুরগি, ছাগল টোপ বানিয়ে কুমির ধরার চেষ্টা করি। তখন মানুষের ভিড়ে কুমির ধরতে পারিনি। কয়েকদিন চেষ্টা করে শেষ অবধি কুমির আর দেখতে পাইনি। আজ মঙ্গলবার দুপুরে শুনতে পায় নদীতে জেলের জালে কুমির ধরা পড়েছে। তাৎক্ষণিক টিম নিয়ে উপস্থিত হয়ে বন বিভাগের সহায়তায় কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করি। কুমিরটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

এ ব্যাপারে সামাজিক বনায়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জগতি) মো. আতিয়ার রহমান জানান, বিশাল আকৃতির কুমিরটি মিঠা পানির। লম্বা প্রায় ১১ ফুট। কুমিরটি উদ্ধার করা হয়েছে।  বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কুমিরটি নিরাপদ আশ্রয় স্থলে অবমুক্ত করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ