সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবারে আনুষ্ঠিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ মেলা।
সিলেট উপশহর আই ব্লক মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলার ব্যবসা প্রসার ও চিত্তবিনোদনের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকা মণিপুরী তাঁতী শিল্প জামদানি ও বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার ও মেলার অন্যতম আয়োজক তারেক আহমদ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন সভাপতি ও পরিচালক হাসিন আহমদ, পরিচালক আলিমুছ ছাদাত চৌধুরী, সদস্য মোঃ জহির হোসেন, কাপ্তান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, শোয়েব আহমদ, সাদিকুর রহমান, সৈয়দ আলতাফুর রহমান, মো. নুরুজ্জামান, তৈয়মুর রাজা প্রমুখ।