ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিলেটে বাজার মনিটরিংয়ে প্রশাসন, জরিমানা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ২৫ মার্চ ২০২৪ ০৭:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়টি তদারকি করতে সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত করেছে।

 

সোমবার (২৫ মার্চ) বিকালে মহানগরের কাজির বাজার এলাকার বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। এ সময় একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্যদের সতর্ক করা হয় এবং মূল্য তালিকা লাগানো হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।