ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিলেটে ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৪:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, বাৎসরিক মেরামত ও সংস্কারকাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় শনিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিউবো জানায়, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বিনব্রিজ, নবাব রোড, রামেরদিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ,কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীরপাড়, মিরেরময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি এবং সুবিদবাজারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।