সিলেট বাণিজ্য মেলার মাঠ সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সংস্কার কাজে সময় ব্যয় হচ্ছে রাতদিন ২৪ ঘন্টাই। আয়োজকরা সার্বক্ষণিক মাঠে অবস্থান করে মেলা আয়োজনের সব ধরণের কাজ তদারকি করছেন। মেলাকে জাকজমক করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজনকারী মো, আবদুল গাফ্ফার ও তারেক আহমদ।
সিলেট উপশহর আই ব্লক মাঠে ২৭ জানুয়ারি মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ওই মেলা। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মণিপুরী তাঁতী শিল্প জামদানি ও বেনারশি কল্যাণ ফাউন্ডেশন।
আয়োজক মো. আবদুল গাপ্ফার ও তারেক আহমদ জানিয়েছেন, মেলার মাঠ প্রস্তুত করতে রাতদিনের প্রায় ২৪ ঘন্টাই কাজ চালিয়ে যেতে হচ্ছে। গত দুইদিনে মাঠের ৩০ ভাগ প্রস্তুত করা হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে মাঠের পুরো কাজ সম্পন্ন করার টার্গেট রয়েছে। এছাড়া মেলায় দোকানপাঠের কাঠামোও তৈরি করা হচ্ছে। সব ধরণের সুযোগ সুবিধা রেখে মেলা প্রাঙ্গনকে সাজিয়ে তোলা হবে। এজন্যে সার্বক্ষণিক কাজ করতে হচ্ছে।
আয়োজকরা জানান, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে মেলার উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। আশা করা হচ্ছে ওই সময়ের মধ্যে মেলা উদ্বোধন করা সম্ভব হবে।