ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

সিলেট বাণিজ্য মেলা: থ্রি পিসের আকর্ষণ নবরূপা টেক্সটাইল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ০৪:০৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেটের বাণিজ্য মেলায় নারীদের জন্যে আকর্ষণীয় সব আনরেডি থ্রি পিস দিয়ে জাকজমক প্যাভেলিয়ন সাজিয়েছে নিউ নবরূপা টেক্সটাইল। এই প্যাভেলিয়নে দেশি ও বিদেশি বিভিন্ন দামের থ্রি পিস রয়েছে। সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেও রয়েছে এই প্যাভেলিয়নে আনরেডি থ্রি পিস। ৫০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা মূল্যের আনরেডি থ্রি পিস পাওয়া যাচ্ছে নবরূপায়।

নবরূপার স্বত্ত্বাধিকারি মাসুদ মুন্সি দৈনিক বায়ান্নকে জানান, তার প্রতিষ্ঠান সিলেটের বেশ কয়েকটি মেলায় অংশ গ্রহণ করেছে। অন্যবারের তুলনায এবার মেলার পরিবেশ অনেক অনেক ভালো। আবহাওয়া অনুক‚লে থাকায় অনেকেই মেলায় ছুটে আসছেন। বিনোদনের পাশপাশি নানান পণ্য কেনাকাটা করে বাসায় ফিরছেন।

তিনি জানালেন, মেলা ধীরে ধীরে জমে উঠছে। আশা করা হচ্ছে আগামী ৩-২ দিনের মধ্যে মেলায় মানুষের ঢল নামবে। তিনি জানান নবরূপায় বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে একটি আনরেডি থ্রিপিস ৭৫০ টাকা। এই থ্রিপিস দুইটি কিনলে ১২০০ টাকা আর তিনটি কিনলে ১৫০০ টাকা। এই থ্রিপিস শতভাগ সূতি।

সিলেট নগরীর শাহজালাল উপশহরে মাসব্যাপী ওই মেলার উদ্বোধন হয়েছে ১৭ ফেব্রুয়ারি। মেলার আয়োজক টিমের অন্যতম সদস্য ও মনিপুড়ি বেনারসি তাতী জামদানী কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি তারেক আহমদ জানান, মেলার নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। পোষাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, মেলা কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী সার্বক্ষণিক মেলার নিরাপত্তার উপর নজরদারী করছেন। এছাড়া পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা হচ্ছে।  

মেলায় স্বপরিবারে পিপি নিজাম
সিলেট জজকোর্টের পিপি মোহাম্মদ নিজাম উদ্দিন স্বপরিবারে মেলায় গিয়েছিলেন। মেলা চত্বর ঘুরে দেখেন। মেলা অফিসে আয়োজকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পিপি নিজাম। তিনি মেলার খোঁজ খবর নেন। মেলার পরিবেশে সন্তোষ প্রকাশ করে মেলায় আগত সাধারণ মানুষের সুযোগ সুবিধার প্রতি যতœবান থাকার পরামর্শ দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মেলা আয়োজক কর্তৃপক্ষের আবদুল গাফ্ফার ও তারেক আহমদসহ অন্যরা।