সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রাশিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
শুক্রবার(২৬ নভেম্বর) বিকালে পূর্ব পাগলা ইউনিয়নের রনসী, চিকারকান্দি, কাড়ারাই গ্রাম সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিএনজি গাড়ীতে এক সাথে দুই মাইক দিয়ে নির্বাচনী স্লোগান, প্রচার, প্রচারণা সহ মাইকিং চালিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রাশিকুল ইসলামের সাথে মাইকিং এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য প্রার্থীরা দুই মাইক দিয়ে প্রচারণা চালিয়েছেন। তাই আমিও চালিয়েছি।
পূর্ব পাগলা ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, এক সাথে দুই ছাতা মাইক দিয়ে প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। প্রার্থীর বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করছি।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, দুই ছাতা দিয়ে মাইকিং বা প্রচারণা করা আচরণবিধি লঙ্ঘন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা।