ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহ পুলিশ সুপারের প্রচারণা

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২২ অক্টোবর ২০২৩ ০৬:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সচেতনতামূলক প্রচার শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।

রোববার(২২ অক্টোবর) সকালে শহরের ক্যাডেট কলেজ এলাকায় এ প্রচারণার উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ গোলাম মোর্শেদ, আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক পরিদর্শক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রচারে উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপারসহ উপস্থিত সবাই ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও চালকদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

 

এ সময় পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নির্ধারিত গতি মেনে সড়কে চলাচল করতে হবে। মোটরসাইকেল চালানোর সময় নিজের নিরাপত্তায় চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। সড়ক পরিবহন আইন, ট্রাফিক সাইন, রোডসাইন জেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরবাইক কিংবা অন্য কোনো গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।