হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে ইজিবাইকের দুর্ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টা থেকে ১০টা পর্যন্ত লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে গুরুতর অবস্থায় ভাটপাড়া গ্রামের মকবুল মিয়ার ছেলে আবদাল মিয়াকে (২৮) সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ধল গ্রামের আতর আলীর ছেলে জাবেদ আলী (৩০), একই গ্রামের শামীম মিয়া (২২), রফিক মিয়া (৫৪), ্ইমতিয়াজ মিয়া (৪০), কাজল মিয়া (৫০), ভাটপাড়া গ্রামের জিসান (১৮), একই গ্রামের বাবুল (২৮), হেলাল (৩২) সহ ৩০ জনকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতারে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়- সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দু’টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে তারা একে অপরের উপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দু’টি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে আশেরা গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, রাত পৌণে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।