ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

হবিগঞ্জে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১১ মে ২০২২ ১১:২৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া ও তার পরিবারের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট ডেপুটি কমান্ডার গৌরপ্রসাদ রায়ের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক পঙ্কজ কান্তি দাশ পল্লবের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রহিম জুয়েল, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ আহমেদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাশিম প্রমূখ।


মানববন্ধনে বক্তারা বীরমুক্তিযোদ্ধা ধন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান।


মানববন্ধন শেষে বীরমুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলীপি প্রদাণ করেন।