ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর সিআইজি মৎস্য সমিতি লিমিটেড এর ১৯ জন উপকারভোগী সদস্যদের মাঝে ৪ হর্সের পাওয়ার পাম্প ইঞ্জিন বিতরণ করা হয়েছে।
বুধবার ১২ এপ্রিল, উপজেলা মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামানের পরিচালনায় হরিণাকুণ্ডু মৎস কার্যালয় বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ, মৎস্য অধিদপ্তর অংজ প্রজেক্টের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের সিআইজিদের মাঝে AIF-2, এর এই উপকরণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ মৎস্য কর্মকর্তা মোঃ ফরহাদুর রেজা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রুহুল আমিন,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি রাব্বুল হোসেন,অতিরিক্ত সাধারণ সম্পাদক এম.শহিদুল ইসলাম(টুকু) বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে সহ আরও অনেকেই।জানাগেছে, উপজেলাতে কৃষি প্রণোদনার ভূর্তুকী হিসাবে ৩ লক্ষ ৮৭ হাজার টাকার এই সুবিধা পেলো সিআইজি মৎস সমিতি লিমিটেড এর ১৯ উপকারভোগীরা।