রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ৭ তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী দুর্ঘটনাস্থলে উপস্থিত আছেন।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুনের কারণ এখনো সুনির্দিষ্ট নয়, তবে লেদার দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের বাসিন্দারা এবং আশপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করছে, যাতে দমকল বাহিনীর কাজের বিঘ্ন না ঘটে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বায়ান্ন/একে/পিএইচ