ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

৪১ ডিগ্রিতে পৌঁছালো দেশের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ ০৭:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

তাপদাহে পুড়ছে দেশ। বেড়েই চলেছে সূর্যের তাপ । গত কয়েক দিন ধরেই ১ থেকে ২ ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। এ অবস্থায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

 

 সেই সঙ্গে রাজধানী ঢাকায়ও রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৪ সালের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রিতে। ২০১৬ সালে উঠেছিল ৩৯ এবং ২০২১ সালে তাপমাত্রা উঠেছিল এবারের মতো ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে।

 

এদিকে ঢাকাসহ দেশের সব বিভাগেও বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এই তাপমাত্রা আরও কিছুটা বেড়ে তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

এর আগে ২০১৬ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০২১ সালে যশোরে, ৪১ দশমিক ২, ২০২২ সালের ১৫ এপ্রিল রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২, যা ছিল রাজশাহীতেই। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ছাড়া রংপুরের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬, রাজশাহীতে ৪০ দশমিক ৫, সিলেট ৩৫ দশমিক ২, ময়মনসিংহ ৩৬ দশমিক ২, চট্টগ্রাম ৩৪ দশমিক ৭, খুলনা ৩৯ দশমিক ৮ এবং বরিশালে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যার প্রায় সবগুলো চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রবিবারের আগে দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এর আগ, তাপপ্রবাহের এক সতর্কবার্তায় বলা হয়, সারাদেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ১০ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন অর্থাৎ ১৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।