ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বুধবার ১ নভেম্বর ২০২৩ ০৬:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজসহ যুব উদ্যোক্তারা বক্তব্য রাখেন। বক্তারা, যুবদের প্রশিক্ষণ গ্রহণ করে সমাজে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ৯ জন প্রশিক্ষিত যুবকে ৮ লাখ টাকার ঋণ, ৭ জনকে সনদপত্র ও ৪ জনকে সম্মাননা প্রদাণ করা হয়।