অবশেষে মামলার রায় পেয়ে গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ১০ নভেম্বর শুক্রবার যথারীতি অনুষ্ঠিত হবে। জানা যায়, বিজ্ঞ সহকারী জজ আদালতের ৬ নভেম্বর তারিখের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির নির্বাচন স্থগিত সংক্রান্ত আদেশটি জেলা জজ আদালত বুধবার (৮ নভেম্বর ) দুপুরে শোনানী অন্তে ওই আদেশ রদ-রহিত করেন। ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে কোন বাঁধা থাকলো না।
কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির আহবায়ক সরোজ কান্তি বিশ্বাস (খোকন) বলেন, মামলার রায় আহবায়ক কমিটির পক্ষে হওয়ায় যথারীতি ১০ নভেম্বর শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনি ভোটারদের ভোট প্রদানের জন্য অনুরোধ করেন।
প্রধান নির্বাচন কমিশনার পরিমল চন্দ্র দাস বলেন, ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচনে ভোট দিতে পারে সে লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।