বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে গতকাল রাতে আমিন কলোনী আমিন মাঠের পাশে মান্নানের চা দোকানের সামনে থেকে ছিনতাইকৃত টাকাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আল আমিন গ্রেফতার।
মোঃ আল আমিন (৩৪), মাতা-রেহেনা বেগম, নেত্রকোনা জেলার ডেমুরা গ্রামের, বারহাট্টা ফখরুল চেয়ারম্যানের বাড়ীর আক্কাছ আলী ছেলে। বর্তমানে- সে চট্টগ্রাম জেলার বায়েজীদ থানাধীণ আলীনগর, আক্কাছের বাড়ীতে থাকে।
বায়েজীদ থানা সুত্রে জানা যায়, মোঃ জাহাঙ্গীর আলম (৩৩) তাহার বাসা হইতে বাহির হইয়া বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী টেক্সটাইল ইনিষ্টিটিউট এলাকাস্থ রহমত আলীর বাড়ীতে পাইপ ফিটারের কাজ করতে যাওয়ার সময় গতকাল রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী আমিন মাঠের পাশে মান্নানের চা দোকানের সামনে অভিযুক্ত মোঃ আল আমিন (৩৪)’সহ ০২ জন ছিনতাইকারী ছোরার ভয়-ভীতি দেখাইয়া তার নিকট হইতে নগদ ৪০০/- টাকা নিয়ে যায়।
ছিনতাইকারীরা ভিকটিমের নিকট হইতে SAMSUNG মোবাইল সেট জোরপূর্বক ছিনাইয়া নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা দেওয়াকালে তার সহিত ধস্তাধস্তি করার একপর্যায়ে ভিকটিমের বাম পায়ের উরুতে ঘাই কাঁটা রক্তাক্ত জখম করে। ভিকটিম বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে বিষয়টি জানাইলে এসআই/মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করিয়া গতকাল রাত দুটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী মাঠ হইতে আটক করেন এবং তাহার হেফাজত হইতে ভিকটিমের নিকট হইতে ছিনাইয়া নেওয়া নগদ ৪০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।