ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকের দায়িত্বে ড. মু্হসিন ও ড. মাহবুবুল

শাবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ মে ২০২২ ০৮:১৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সোমবার (২৩ মে) দুপুরে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

 

এদিকে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশ থেকে জানা যায়, সদ্য সাবেক পরিচালক ও অতিরিক্ত পরিচালকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অধ্যাপক ড. মুহসিন এবং সহযোগী অধ্যাপক ড. হাকিম আগামী তিন বছরের জন্য আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।  দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।