ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১
যাত্রাবাড়িতে জিসান ও মেহেদি হাসান হত্যা মামলা

আনিসুল হক ও মামুনসহ পাঁচ ভিআইপি আবারো ৫ দিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ১২:৫৮:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিসান এবং মেহেদি হাসানকে হত্যায় পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে আবারো ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এরআগে সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। 

পৃথক দুটি মামলার মধ্যে রয়েছে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়া একই দিন যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বায়ান্ন/এমএমএল/পিএইচ