চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সমবায় বিভাগের আয়োজনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় সমবায় সমিতি এবং সদস্যদের মান উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী মাসিক যৌথ সভা ই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সিভিডিপি সহকারী প্রকল্প পরিচালক (অতিঃ দায়িত্ব) নূরুল আবছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পউসবি এর প্রকল্প পরিচালক ও সিভিডিপি ৩য় পর্যায় ও যুগ্ম সচিব ড. মোঃ আলফাজ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ প্রকল্প পরিচালক সিভিডিপি ৩য় পর্যায় ( বার্ড অংশ) সালাহ্ উদ্দিন ইবনে সাঈদ।
এবারের প্রশিক্ষণে আনোয়ারা উপজেলার সিভিডিপি'ভুক্ত ১৮০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।
উল্লেখ, আনোয়ারা সমবায় বিভাগ সমিতির সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যাতে সদস্যদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়ক ভূমিকা পালন করবে।