ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রিমান্ডের ভয়ে হাজতখানা থেকে পালিয়ে চিরুনি অভিযানে আটক

জাবেদ, শরীয়তপুর | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০৭:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতর কোর্ট পুলিশের হাজতখানা থেকে টয়লেটের জানালার গ্রিল ভেঙ্গে আসামি পালানোর ঘটনা ঘটেছে। আসামি নাম মো. রাজু মাল (২৬) চুরির মামলার আসামি। 

রোববার দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। 

সরেজমিনে গিয়ে আসামি পলায়নের বিষয়ে কোর্ট পুলিশের তরফ থেকে তথ্য দিতে সাংবাদিকদের গড়িমসি করেন। 

এবিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শককে ফোন করলে তিনিও ব্যস্ত বলে ফোন কেঁটে দেন। 

কোর্ট পুলিশের কাছ থেকে একটু-একটু করে জানা যায়, ডামুড্যা থানার সন্দেহ ভাজন চুরি মামলার আসামি তিনি। তাকে আদালত থেকে রিমান্ড দেয়া হয়েছে। বেলা ৩টার দিকে আসামি হাজতখানার টয়লেটের গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়। হাজতখানার পেছনে গিয়ে দেখা যায়, জং ধরা গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে। জেলার কর্তব্যরত সাংবাদিক খবর পাওয়া সাথে সাথে ছুটে আসেন কোর্ট পুলিশের কাছে। কিন্তু কোর্ট পুলিশের তরফ থেকে কেউ কোন তথ্য দেননি। 

অনেক সময় অপেক্ষার পর বিকেল ৫টার সময় এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব এসে সাংবাদিকদের বলেন, পলাতক নিয়মিত মামলার আসামি। আদালতে নিয়ে আসার পরে কৌশলে সে পালিয়ে যায়। পালিয়ে যাবার পরে আমরা তৎক্ষনাৎ পুলিশ সুপার স্যারের নির্দেশে চিরুনি অভিযান চালিয়ে ১ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। 

বায়ান্ন/প্রতিনিধি/একে