ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় শেখ রাসেল দেয়ালিকা’র মোড়ক উন্মোচন

রিয়াদ হোসেন, আনোয়ারা, চট্টগ্রাম : | প্রকাশের সময় : রবিবার ২১ নভেম্বর ২০২১ ০৫:০৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দেয়ালিকা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ে শেখ রাসেল দেয়ালিকা’র  উম্মোচন করেন কক্সবাজার র্যাছব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার  আবু সালাম চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, প্রধান শিক্ষক এস এম এ সেলিম, শিক্ষানুরাগী মোহাম্মদ মহিউদ্দিন ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

পরে আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন শেখ রাসেল দেয়ালিকা পরিদর্শন করে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন।