ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা সমাপ্ত

অনিক কর্মকার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৬:৩৭:০০ অপরাহ্ন | জাতীয়
ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর শাহীন কলেজসমূহের আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএএফ শাহীন কলেজ ঢাকার হকি টার্ফে এ প্রতিযোগিতা সমাপ্ত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের তত্ত্বাবধানে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং বিএএফ সেমসের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চূড়ান্ত খেলায় বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-২ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিএএফ শাহীন কলেজ ঢাকার মো. আব্দুল কাদের জীলানি শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন এবং বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার মারুফ হাসান দিপু সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/একে