আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান রোববার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির এক অনুষ্ঠানে তার বক্তব্য বলেন, অবরোধের নামে গাড়ি পুড়িয়ে ও মানুষ হত্যা করে যদি কেউ বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর চেষ্টা করে তাহলে আমরা তা হতে দেব না। আমরা মাঠে নামলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।
শাজাহান খান বলেন, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে দেওয়া হবে না।
বিএনপির অবরোধের সমালোচনা করে শাজাহান খান বলেন, অবরোধ মানে হলো বাস, ট্রেন, লঞ্চ ও বিমানসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কিন্তু সারা দেশের সবখানেই বাস, ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল করছে। তার মানে বিএনপির এই অবরোধ জনগণ মানে না। জনগণ তাদের সঙ্গে নেই। এই দেশের মানুষ শেখ হাসিনাকে আবারো নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনবে।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাম তালুকদার, সাবেক সভাপতি মাহবুব হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার প্রমুখ।