ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে মারাইংতং ধম্মা জেদী ভিত্তিপ্রস্তর স্থাপন

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ: | প্রকাশের সময় : শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ ০৫:১৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
বান্দরবানের আলীকদমে মারাইংতং ধম্মা জেদী বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও  মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৯নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় শিলবুনিয়া মার্মা পাড়ায় মারাইংতং পাহাড়স্থল প্রাঙ্গণে মারাইংতং ধম্মা জেদী ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
 
অনুষ্ঠানে মারাইংতং ধম্ম জেদী বৌদ্ধ বিহারে প্রতিষ্ঠাতা ভদন্ত উঃ উইচারা মহাথের ভান্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
 
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক আলীকদম বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ ঞানিকা মহাথেরো দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন। পরে প্রধান অতিথি বিহারের জন্য ৩ লক্ষ টাকা অর্থদান দান করা হয়।
 
বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী আছে বলে আলীকদমে হতে থানচি প্রান্তিক সড়ক উন্নয়ন হয়েছে।আগামীতেও পার্বত্য জেলা রোল মডেল হবে। তিনি আরো বলেন, আলীকদমে সবচেয়ে বৃহৎ পর্যটন স্পট  দামতুয়া। সেখানে পর্যটকদের যাতায়াতের জন্য সড়ক নির্মাণ করে  দেওয়া হবে। যাতে পর্যটকরা সহজভাবে ভ্রমন করতে সুবিধা হয়। মারাইংতং ধম্মা জেদী ধর্মীয় স্হাপন সেখানে কোন সরকারি বাজেটে তৈরি করা হবে না। যার ফলে এই ধর্মীয় তীর্থস্হান সকলের সহযোগিতায় গড়ে উঠবে। 
 
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা,তিতিম্যা মার্মা,সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন,উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ধুংড়ি মং মার্মা, মারাইংতং ধম্মা জেদী নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক অংশৈ থোয়াই মার্মা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান, ক্রাত পুং ম্রো,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মাসহ স্হানীয় গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
আয়োজকরা জানান, মারাইংতং জেদী মহাবৌদ্ধ পাচদিন ব্যাপী অনুষ্ঠানে  বুদ্ধ পুণ্যার্থীদের সমবেত প্রার্থনা, বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ পূজা,পিণ্ডদান, সংঘদান, কমিটির পক্ষ থেকে ভিক্ষুসংঘকে চীবরদান, মারাইংতং বৌদ্ধ চৈত্যকে স্বর্ণচীবর দান এবং পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘ ধর্মীয় দেশনা দেবেন।