দিনাজপুর পার্বতীপুরের আলোচিত ৫ বছরের শিশু পুজাকে ধর্ষন এবং হত্যা চেষ্টা মামলার আসামী সাইফুল ইসলামকে যাবতজীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আসামী সাইফুল ইসলাম পার্বতীপুর উপজেলার জমিদার হাট তকেয়াপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
আজ সোমবার দুপুরে দীর্ঘ ৫ বছর পর উক্ত আদালতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ। এছাড়াও যাবতজীবন কারাদন্ডের পাশাপাশি আসামী সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ অক্টোবর দুপুরে খেলতে বাইরে গেলে রহস্যজনকভাবে নিখোজ হয় ৫ বছর বয়সী শিশু কন্যা পূজা। খোজাখুজি করে না পেয়ে রাতে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করে পূজার বাবা (সুবল চন্দ্র দাস)। পরের দিন সকালে পূজাকে বাড়ির পার্শ্ববর্তী হলদী ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে মামলার বিবরনীতে জানা যায়, প্রতিবেশি সাইফুল ইসলাম ৫ বছর বয়সী পুজাকে পাশবিক নির্যাতন, ধর্ষনসহ হত্যার উদ্যেশ্যে ঐ হলদি খেতে ফেলে রেখে দেয়।