ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ইতালী প্রবাসীর ব্যক্তিগত উদ্যোগে ৫শতাধিক কম্বল বিতরণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জানুয়ারী ২০২২ ০৪:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

‘মানবতা বোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের কৃতি সন্তান ইতালী প্রবাসী সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সমাজের অসহায় ও হত-দরিদ্র শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে শ্রীনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। ইতালী প্রবাসী সাইফুল ইসলামের নিজ বাড়ি শ্রীনগর গ্রামের কলিমের বাড়িতে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী মো. হেলাল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ডা. আব্দুর রহিম ও ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য সেলিম মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন, ফেরদৌস মিয়া, রেহান উদ্দিন মাস্টার, আমিনুল ইসলাম দুলাল, জাহের মিয়া ও তারা মিয়াসহ অনেকে।

জানাগেছে, ইতালির মনফালকনে জাহাজ শিল্প প্রতিষ্ঠান M.B. Srls কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। মুঠোফোনে তিনি জানান, তার কোম্পানীর পক্ষ থেকে ভবিষতেও সমাজের অসহায় ও হত-দরিদ্র শীর্তাত মানুষের পাশে দাঁড়াবেন। তার মতো সমাজের বিত্তবানরাও যেন এগিয়ে আশে এবং শীর্তাত মানুষের পাশে দাঁড়ায় এই আহবান জানান।