ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর ২৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নুরুল আফছার | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০৭:২২:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এর ২৯তম বার্ষিক সভা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বিত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। 

সভায় কোম্পানীর গত অর্থ বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুমোদন করা হয় এবং ০.৫% নগদ লভ্যাংশ প্রদান সহ ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্পন্সর ডাইরেক্টর শিরিন হক, শেয়ার হোল্ডার পরিচালক সাজেদুর সিরাজ, স্বতন্ত্র পরিচালক আল-আমিন, র্চাটার্ড একাউন্ট প্রতিনিধি কাজী শফিকুল এন্ড কোঃ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম এন্ড হেড অফ ফাইন্যান্স আবুল কালাম আজাদ, কোম্পানী সচিব মোহাম্মদ শাহরিয়া খান, হেড অফ ইন্টার্নাল অডিটর এইচ এম ইউনুস সিকদার প্রমূখ।