ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু

অনিক কর্মকার | প্রকাশের সময় : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ০৭:১৯:০০ অপরাহ্ন | জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, গত সপ্তাহে (১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর) ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু এবং সাত হাজার ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ নভেম্বর ডেঙ্গুতে আট জনের মৃত্যু এবং ৯৯৪ জন হাসপাতালে, ১৭ নভেম্বর আট জনের মৃত্যু এবং এক হাজার ৩৮৯ জন হাসপাতালে, ১৮ নভেম্বর ছয় জনের মৃত্যু এবং এক হাজার ৮৩ জন হাসপাতালে, ১৯ নভেম্বর একজনের মৃত্যু এবং এক হাজার ৫২ জন হাসপাতালে, ২০ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ৩৪ জন হাসপাতালে, ২১ নভেম্বর নয় জনের মৃত্যু এবং এক হাজার ২১৪ জন হাসপাতালে, ২২ নভেম্বর দুই জনের মৃত্যু এবং ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ৪৩৮ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বায়ান্ন/একে