ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ওএমএস নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:৪৫:০০ অপরাহ্ন | জাতীয়

 

 

ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে  তিনি বলেছেন, ওএমএস কার্যক্রম নিয়ে ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। এই ঘাটতি যাতে না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

টিসিবির মতো এখন থেকে ওএমএস কার্যক্রমও কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিজের কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।

 

সচিব জানান, ওএমএস এর কার্যক্রমে কার্ড করার ব্যাপারে ডিসিদের নির্দেশনা দিয়ে চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।