ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

কবি আকতার'র কাব্যগ্রন্থ ও উপন্যাস এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ০৯:৩৩:০০ অপরাহ্ন | সাহিত্য

শিক্ষা সাংস্কৃতির রাজধানী কুষ্টিয়াতে জমকালো আয়োজনে কবি ও উপন্যাসিক শেখ আকতার বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের জনস্ পার্ক রেস্তোরাঁর হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন সরকার - সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন-অর-রশীদ - ডেপুটি জেনারেল ম্যানেজার জনতা ব্যাংক লিঃ, এরিয়া অফিস কুষ্টিয়া, বিশেষ অতিথি ছিলেন কবি সুলতানা রেবেকা নাসরীন - সহ-সভাপতি উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়া ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত)  কুষ্টিয়া, মুখ্য আলোচক ছিলেন কবি মুনশী সাঈদ -সভাপতি কুষ্টিয়া লেখক ফোরাম। বক্তব্য রাখেন কবি হাসান টুটুল, উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক কবি আসাদুর রহমান, কবি শাকিলা পারভীন দোলা, কবি জেসমিন আক্তার মিনি, অনুষ্ঠান সঞ্চালন করেন কবি আনোয়ার কবির বকুল। কবি আকতারের কাব্যগ্রন্থ "তীক্ষ্ণ দীপ্ত চক্ষু" এবং উপন্যাস "আড়াল" বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ উপস্থিত অথিতি বৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শেখ আকতার তার লেখার মাধ্যমে সমাজের ছবি তুলে ধরেন, তার লেখার মাধ্যমে আমাদের সাংস্কৃতি তুলে ধরে। বর্তমান সময়ে সমাজকে এগিয়ে নিতে হলে শেখ আকতার এর মত গুণি লেখকের প্রয়োজন।" প্রেমের কবি ভালোবাসার কবি শেখ আকতার ষাটের দশকে কুষ্টিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। বেড়ে উঠেছেন সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার সাংস্কৃতিক পরিমন্ডলে। শৈশব কৈশোর যৌবন কাটিয়েছেন কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে। কবির এটা ৯ম প্রকাশনী। শেখ আকতার মুলত একজন কবি,  তবে তিনি  বাস্তব ধর্মী গল্পনিয়ে অসাধারণ উপন্যাস লিখেন। উন্মোচিত বই দুইটা আসন্ন বই মেলাতে নলক প্রকাশনীতে পাওয়া যাবে।