রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্র আয়োজন করে এক আলোচনা সভা ও কবিতা পাঠের। শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের।
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা, সহ-সাধারণ সম্পাদক এম রহমান সাগর, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, সাংবাদিক মুনসুর রহমান তানসেন ও নির্বাহী সদস্য পবিত্র প্রামাণিক। কবিতা পাঠ করেন কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি শুভ্রা সাহা, কবি সাফওয়ান আমিন, কবি শাহাদত হোসেন, প্রিয়ম পলাশ, সাহানা আক্তার এবং নিলুফা পারভীন ঝর্ণা। উল্লেখ্য কবি জীবনানন্দ দাশ ১৯৫৪ সালের ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।