ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

আন্দোলন স্থগিত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের, ৭ দিনের মধ্যে কমিটি

অনিক কর্মকার | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৭:২৮:০০ অপরাহ্ন | শিক্ষা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে কি না তা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয় গেলে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তাদের এই আশ্বাস দেন। পরে সচিবালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে সরকার কমিটি গঠনের আশ্বাস দিয়েছে। যা আগামী সাত কর্মদিবসের মধ্যে গঠন করা হবে। এর ওপর ভিত্তি করে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করছি।

তিনি বলেন, একই কমিটি সার্বিক বিষয় অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে বলে আমাদের জানিয়েছে।

বায়ান্ন/একে