ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

কলারোয়ায় ৫০ বোতল মদসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ ০৭:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৫০ বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
কলারোয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ আটকের ঘটনা ঘটে। 
আটককৃত মাদক কারবারির নাম আবুল খায়ের সরদার (৩৫)। তিনি কলারোয়া থানার বোয়ালিয়া এলাকার মৃত দেলবার সরদারের ছেলে। 
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বোয়ালিয়া এলাকা দিয়ে বড় একটি মাদকের চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক চোরাকারবারি আবুল খায়ের কে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৫০ বোতল মদসহ আটক করাহয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।