মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাবেশের সময় নির্ধারন করা থাকলেও দুপুর থেকেই শেখ হাসিনা আর বাহাউদ্দিন নাছিম শ্লোগান দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলা অডিটোরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খাইরুল আলম খোকন বেপারী, যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশীদ, কালকিনি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারী, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, ডাসার উপজেলা আ.লীগের সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, আওয়ামীলীগ নেতা মসিউর রহমান সবুজ, সোহেল রানা মিঠু, কালকিনি উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার সহ কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে পৌরসভা সহ কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, বর্তমান ইউপি চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যানদের নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের পরিবর্তন দাবি করে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে পুরো অডিটোরিয়াম মাঠ পরিপূর্ণ হয়।