ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

কাল বিদায় নিচ্ছে নূরুল হুদা কমিশন

Author Dainik Bayanno | প্রকাশের সময় : রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ ০১:৩৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

আগামীকাল বিদায় নেবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন তারা। এ সময়ে বিগত ‘পাঁচ বছরের আমলনামা’ রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন বিদায়ী কমিশন। এ জন্য পাঁচ বছরের কার্যক্রম নিয়ে ‘নির্বাচন কমিশন প্রতিবেদন, ফেব্রুয়ারি-২০১৭-২০২২’ শীর্ষক একটি বই তৈরি করেছে ইসি।

 

এদিকে বর্তমান ইসির বিদায়ের দিন কাল বেলা ১১টায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে সিইসিসহ অন্য নির্বাচন কমিশনারদের। সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বিদায় অনুষ্ঠান করবে ইসি সচিবালয়। অনুষ্ঠানে ইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বর্তমান ইসিকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন। এ জন্য সব প্রস্তুতি চলছে কমিশনে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার  বলেন, রাষ্ট্রপতির সঙ্গে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন।

 

এদিকে নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে ৩২৯ জনের নামের তালিকা জমা হয়েছে সার্চ কমিটির কাছে। এ ছাড়া ইসি গঠন নিয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করছে সার্চ কমিটি। গতকাল দুই দফায় সংলাপ হয়েছে। আজ বিকাল ৪টায় সংলাপ রয়েছে।

এবারও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) পাচ্ছে বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশনে সাবেক গুরুত্বপূর্ণ আমলারা আসতে পারেন। সঙ্গে যুক্ত হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি; সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তাও। তবে কে হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার? কমিশনার হয়ে আসছেন কারা-তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সবাই নতুন ইসির অপেক্ষায়। কমিশন কত সদস্যের হতে পারে নিশ্চিত না হলেও পাঁচ সদস্যের অধিক হওয়ার সুযোগ নেই।

 

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে ৩২৯ জনের নাম জমা পড়েছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সচিব ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বিশিষ্টজনদের থেকে প্রস্তাব নিতে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে দুই দফা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী ও ব্যক্তি পর্যায় থেকে কমিশন গঠনের জন্য নাম নিয়েছে সার্চ কমিটি।

 

নির্বাচন কমিশন থেকে ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল নাম দেয়নি। সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যেসব নাম জমা দেবে তা প্রকাশ করতে বিশিষ্টজনদের প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হয় সদস্য সচিবকে। গত শনিবার রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন। কমিটি দুটি বৈঠক করে নিবন্ধিত রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাব নেওয়া, বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়।

 

জানা গেছে, তিন শতাধিক নাম থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করবে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সুপারিশ করবে কমিটি। শিগগিরই তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে চূড়ান্তভাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

 

বিদায় প্রস্তুতি ইসিতে : শেষ মুহূর্তে অফিস গুছিয়ে নিচ্ছেন বিদায়ী নির্বাচন কমিশনাররা। সময় ঘনিয়ে এসেছে তাদের। কাল ১৪ ফেব্রুয়ারি বিদায় নিতে হবে পাঁচ বছরের কর্মক্ষেত্র থেকে। ইসির কর্মকর্তারা বলছেন, অফিসের কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন কমিশনাররা। নানা বিতর্কের মধ্যেই বিদায় নিতে হচ্ছে তাদের। চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে খুনোখুনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক নিয়ে নানা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। 

 

যেভাবে গঠন হয় হুদা কমিশন : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করার পরে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে সেই তালিকা তুলে দেয় সার্চ কমিটি। এরপরে ওই দিন নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। পরে ১৫ ফেব্রুয়ারি শপথ নেন সিইসি কে এম নূরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন এ কমিশনের অন্য সদস্যরা হলেন- মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। সেই হিসেবে কাল ১৪ ফেব্রুয়ারি তাদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে। স্বাধীনতার পর ১২ জন সিইসি ও ২৭ জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন।