ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

কুলাউড়ায় শাকিলা আসরফ ফাউন্ডেশনের উপহার পেলো ১৫০ শিক্ষার্থী

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ ১১:৫৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

মৌলভীবাজারের কুলাউড়ায় শাকিলা আসরফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান।

‘মানবিক বোধে জাগুক সমাজ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে ফাউন্ডেশনের আসরফ আলী চৌধুরীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কানিহাটি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, ফাউন্ডেশনের পরিচালক রোকুনোজ্জামান চৌধুরী লিটন, নুরুন নাহার চৌধুরী ডেইজি, বদরুজ্জামান চৌধুরী সোহরাব, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আফতাব উদ্দিন চৌধুরী সাগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক আশরাফুল ইসলাম খান হিরো, আব্দুল কুদ্দুছ, তারেক হাসান, এইচডি রুবেল, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।

সভাশেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সভাপতি ও মূল উদ্যোক্তা শফিকুজ্জামান চৌধুরী রিপন অনুষ্ঠান সফলে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ