ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে নবজাতক কণ্যা শিশু উদ্ধার

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৫:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে নবজাতক এক কণ্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন ভোরে ছোট বোন জিনিয়া খাতুনের সাথে গ্রামের রাস্তায় হাটতে যায় সোনিয়া খাতুন। কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকায় পৌঁছালে গামছায় মোড়ানো একটি শিশুটিকে দেখতে পায় সে। সেখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় সে। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিশুটিকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চাটিকে আবারো বাড়িতে নিয়ে যায় সোনিয়া খাতুন। ৪২ দিন আগে উপজেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করে সোনিয়া খাতুন। জন্মের কয়েক ঘন্টা পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় তার ছেলে সন্তান। এরপর প্রায় পাগলপ্রায় হয়ে গিয়েছিলো তিনি। নবজাতক শিশুটিকে পেয়ে খুশি সোনিয়া ও তার পরিবারের সদস্যরা।