ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১
চট্টগ্রামে আইনজীবী হত্যা

পুলিশের ডিসির পর কোতোয়ালি থানার ওসিকেও বদলি

মো. এনামুল হক লিটন, চট্টগ্রাম | প্রকাশের সময় : শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ০৪:২১:০০ অপরাহ্ন | দেশের খবর
কোতোয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে বদলী করার দুইদিনের মাথায় এবার বদলী করা হলো নগরের গুরুত্বপূর্ণ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে। তারস্থলে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আব্দুল করিমকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ অভ্যন্তরিন এ বদলীর আদেশ দেন। একই আদেশে কোতোয়ালীর ওসি ফজলুল কাদের চৌধুরীকে বন্দর জোনের ডিবিতে বদলী করা হয়েছে।

বদলির বিষয়টি দৈনিক বায়ান্নকে নিশ্চিত করেন সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

এদিকে সিএমপির অপর একটি সূত্রে জানা গেছে, সনাতনী জাগরনী জোটের চিন্ময় কৃঞ্চ বক্ষ্রচারি ইস্যুতে কোতোয়ালীর ওসিকে বদলী করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে