ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

খুলনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

জাফর ইকবাল অপু,খুলনা | প্রকাশের সময় : শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৫০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩০ জানুয়ারী রাত ০১:৪৫ টায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিকআপ যোগে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে মহানগরীতে প্রবেশ করেছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নতুন রাস্তা এলাকা থেকে ডাকাত ১) মোঃ আল মিলহান শেখ @ মিলন (৩০), পিতা-আবু সাঈদ শেখ, সাং-ভান্ডারকোর্ট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, ২) মাসুম ফকির (৩৫), পিতা-মিজান ফকির, সাং-চুলকাঠি সৈয়দপুর, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৩) নাহিদ শেখ (২৮), পিতা-মৃত: শুকুর শেখ, সাং-শোলাকুড়া দক্ষিণপাড়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাট এবং ৪) হাসান হাওলাদার (২৯), পিতা-সিদ্দিক হাওলাদার, সাং-আটটাকি, বুটিতলা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদেরকে আটক করতে সমর্থ হয়, বাকিরা পালিয়ে যায়।

তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি হাইড্রোলিক কাটার, ২ টি লোহার রড, ১ টি হাসুয়াসহ ডাকাতির কাজে  ব্যবহৃত ১ টি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা নং-২৩, তাং-৩০/০১/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

বায়ান্ন/এসএ