খুবি শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের (উন্নয়নের) দাবিতে ‘মার্চ ফর সেফটি’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরের সামনে ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর ময়লাপোতা মোড় থেকে ‘মার্চ ফর সেফটি’ শুরু হয়ে নগরীর কয়েকটি প্রধান সড়ক ঘুরে কেএমপি সদর দপ্তরের সামনে জড়ো হয়ে সন্ধ্যায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, খুবি শিক্ষার্থী অর্ণব হত্যাকান্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত রহস্য উন্মোচন করতে পারেনি। সম্প্রতি সময়ে খুলনাতে খুন, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক ও চোরাপাচারকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুলিশ কোনো ভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারছে না, বা রাখতে চেষ্টা করছে না। গেল ১৬ বছর আওয়ামী পাহারাদারের ভূমিকা পালনকারী পুলিশ বাহিনী এখনো জনগণের সেবক হতে পারেনি। তাহলে খুলনাতে অন্তত এই পুলিশ বাহিনীর কাজটা কি?
‘মার্চ ফর সেফটি’ চলাকালে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতিনিধিরা ফ্যাসিস্ট সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানান শ্লোগানে প্রকম্পিত করেন খুলনার রাজপথ।
বায়ান্ন/প্রতিনিধি/একে