ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

খেলাফত মজলিসের 'তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ এপ্রিল ২০২৪ ০২:৫৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে 'তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৩ এপ্রিল ২০২৪ ইং, বিকেল ৪টার সময় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ গাউসিয়া রেস্টুরেন্টে (২য় তলায়) এ আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবুল কাশেম আজাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মুফতি মোঃ হাবিবুর রহমান কাসেমী।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ ফেরদাউস আহমদ, সহ-সভাপতি মাওলানা মোঃ হিফজুর রহমান হেলালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোঃ নুরুল আনোয়ার, বাইতুল মাল সম্পাদক হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, দপ্তর সম্পাদ মাওলানা মোঃ মুজাহিদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সামাদ, মিডিয়া সম্পাদক মাওলানা মোঃ নাঈমুল ইসলাম হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোঃ মারজান আহমদ রাহি, বাংলাদেশ যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা সাংবাদিক মোঃ জালাল উদ্দিন। অতিথি, হাফেজ মোহাম্মদ কাজী আবু তাহের-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে আলেম ওলামাদের কণ্ঠরোধ করার গভীর চক্রান্ত চলছে। ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে সরকার আলেমদের ওপর নির্যাতন-নিপীড়ন করছে। সরকার মাওলানা মামুনুল হকের মতো আলেমকে বিনা করণে মিথ্যা মামলায় কারাবন্দী রেখেছে। তাঁকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করেছে। বক্তারা রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হকসহ আটককৃত সকল ওলামায়ে কেরামকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।