জামালপুরের সরিষাবাড়ীতে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পার্টির আয়োজনে শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি, সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জাতীয় পার্টি, জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এতে জাতীয় পার্টি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ সাত্তার, জাতীয় পার্টি, জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক এবং সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি আসাদুল্লাহ, জেলা শাখার সদস্য শফিকুল ইসলাম লিটু বাঘা ও সরিষাবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সেলিম প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন। বক্তারা গণতন্ত্র কি? গণতন্ত্র রক্ষার উপায় ও গণতন্ত্র চর্চা বিষয়ে বিশদ আলোচনা করেন। সভায় জাতীয় পার্টির বিভিন্ন শাখার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- উপজেলা শাখার সহ-সভাপতি ডা. আব্দুল কাদের।