ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের শ্রম অসন্তোষ নিরসণে মতবিনিময় সভা

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ ০৯:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরী ঘোষনা ও শ্রম অসন্তোষ নিরসণ সার্বিক শান্তি শৃঙ্খলা রাখার উপলক্ষে, গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে, গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রোজ মঙ্গলবার ০৭ নভেম্বর সকাল ১১ ঘটিকায় মহানগরীর চান্দনা চৌরাস্তায় অবস্থিত একটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শফিউল আলম, আলোচনা সভায়, বক্তব্য রাখেন গাজীপুরে অবস্থিত বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা। গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কলকারখানার শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী মিথ্যা তথ্য দিয়ে তাদের মধ্যে অসন্তোষ বার্তা সৃষ্টি করে নানা প্রকার ভাঙচুর অগ্নিকাণ্ড সৃষ্টি করার পাঁয়তারা করে যাচ্ছে। সেই লক্ষ্যে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় । এই সুযোগটা যেনো আর কেউ নিতে না পারে সেজন্য গার্মেন্টস শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সবসময় সজাগ থেকে কাজ করার কথা জানিয়েছেন। তিনি আরো জানায়, পোশাক শিল্প কারখানার শ্রমিকরা দেশের জন্য একটি লক্ষ্য মাত্রা, এই লক্ষ্যমাত্রা ঠিক থাকার জন্যই গতবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের ন্যায্য মজুরি ঘোষণা দিয়েছেন। ঠিক তেমনি এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক বিবেচনার মধ্য দিয়ে, গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা যেনো সার্বিক পরিস্থিতি নিয়ে ভালো থাকতে পারে এবং তাদের দাবিগুলো যেনো সুন্দরও সচ্ছলভাবে পূরণ করে দিতে পারে সে ব্যবস্থা নিয়েই ঘোষণা দিবেন তিনি।