ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ীতে আগুন

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : সোমবার ৩০ অক্টোবর ২০২৩ ০৫:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর
বিএনপির ডাকা দেশব্যাপী হরতালের মধ্যেই গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ৭ম দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় গার্মেন্টস শ্রমিক পুলিশ সংঘর্ষ চলাকালীন অবস্থায়। পুলিশ বহন কারী একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় গার্মেন্টস শ্রমিক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো বেশ কয়েক ঘন্টা যাবৎ। গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে মালেকের বাড়ি, সাইনবোর্ড, ভোগরা বাইপাস এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ দুপুর ১২ টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক অসন্তোষ দমনে আসা পুলিশ বহনকারী একটি পিকআপে আগুন দিয়েছেন শ্রমিকরা। পুলিশ সদস্যরা পিকআপ থেকে নেমে যাওয়ার পর গাড়িটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। সেসময় বিক্ষুব্ধ শ্রমিকরা এসে আগুন ধরিয়ে দেয়। বেতন বাড়ানোর দাবিতে আজ সকাল থেকেই মালেকের বাড়ি, সাইনবোর্ড, ভোগরা বাইপাস কলম্বিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পুলিশ গেলে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় বলে নিশ্চিত করেছেন পুলিশের সিনিয়র কর্মকর্তা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।