ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বহিষ্কার

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : সোমবার ২০ ডিসেম্বর ২০২১ ১২:৪১:০০ পূর্বাহ্ন | রাজনীতি

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার করা হয়েছে। 

ছাত্রলীগের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাকে বহিস্কার করা হয়। 

রবিবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের মো. ইকবাল সরকারের ছেলে। তিনি ২০১৬ সাল থেকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

উল্লেখ্য, শনিবার কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট আনার সময় জাহাঙ্গীর আলমের ব্যবহৃত প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁদের দেওয়া তথ্য মতে, এ সকল মাদক ব্যবসার মূল হোতা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার।