গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জায়েদা খাতুন কে গত শুক্রবার হায়দারাবাদ ৩৯ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম, গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ মাসুদুল হাসান বিল্লাল, বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন আপনারা আমার মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা বলেছেন তার জীবনবাজী রেখে আপনাদের পাশে থাকবেন, গাজীপুর সিটি বাসিকে সেবা দেওয়ার জন্য, তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বস্তর মানুষের ভালোবাসা এবং দোয়ায় আমার মা জায়েদা খাতুন মেয়র ঠিক তেমনি আমাদের মা ছেলের পাশে আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে ইনশাআল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশনের সব ধরনের সমস্যা দূর করা সম্ভব। প্রথমত গাজীপুর সিটি কর্পোরেশনের বেকারত্ব দূর করা, দ্বিতীয়তঃ রাস্তাঘাটের পড়ে থাকা কাজগুলো সম্পূর্ণ করে জনগণকে উপহার দেওয়া। গ্রীন সিটি হিসেবে রূপান্তরিত করতে গ্রামগুলোকে শহরের মতো আবাসিক এলাকা হিসেবে রূপান্তরিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিংসা নিন্দা না করে সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবাইকে ভালোবাসতে হবে। রাতে এক কথা দিনে আরেক কথা বলে, কোনো ষড়যন্ত্র করে কাজে আসবে না। কারণ চোখের পানি অনেক ফেলেছি এবার আর নয়, এবার আমাদের সবার শহর গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে সবার পরামর্শ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করে গাজীপুরকে একটি আধুনিক গ্রীন সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তরিত করতে হবে। গণসংবর্ধনার অনুষ্ঠানের প্রথমেই গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দাবাদ আক্কাস মার্কেট ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন করেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম, এই অনুষ্ঠানে ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, বক্তব্যে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ মাসুদুল হাসান বিল্লাল বলে, আপনাদের দোয়া ও ভালোবাসায় শুধুমাত্র আপনাদের ভোটে আমি ওয়ার্ড কাউন্সিলর হয়েছি শুধু আপনাদের পাশে থেকে সেবা করার জন্য, ইনশাআল্লাহ কোনো অন্যায় অবিচার আমার এলাকায় হতে দেবো না আমি, আমার এলাকা বেকার মুক্ত করবো আমি, এলাকার অসহায়দের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমি, সবসময় সব ধরনের সহযোগিতার জন্য আমার অফিস নয় শুধু, আমার বাড়ির দরজা ও আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। এলাকায় মাদকমুক্ত দূর করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই কোনো অন্যায় আমার কাছে প্রশ্রয় পাবে না। সব ধরনের অন্যায়ের মোকাবেলা করে আমি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলবো।