ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে দারুল ক্বিরাআতের পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৭ এপ্রিল ২০২৪ ০৮:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
মাহে রমজান উপলক্ষে মুসলিম শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের চর্চা ও শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে "আল খলিল কুরআন শিক্ষা বোর্ড" কর্তৃক অনুমোদিত দারুল ক্বিরাআতের একটি শাখা শ্রীমঙ্গলের গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে বিশুদ্ধ কুরআন শিক্ষা আয়োজন করা হয়েছে।
রবিবার ০৭ এপ্রিল ২০২৪ ইং, যোহরের নামাজের পর গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের কমিটির উদ্যোগে দারুল ক্বিরাআতের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ নাজমুল হোসাইন এর সভাপতিত্বে ও উক্ত মসজিদের অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মোঃ আরিফুর ইসলাম রহমত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুসলেহ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মোঃ রোকন উদ্দিন, আয়ারল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ জুয়েল ভূইয়া, উক্ত মসজিদের সভাপতি মোঃ খলিল মিয়া, দুবাই প্রবাসী (সংযুক্ত আরব আমিরাত) বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলাল ভূইয়া, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মাওলানা মুফতি হাফিজ মোঃ আজিজুর রহমান শরিফ, হাফিজ মোঃ রিয়াজ উদ্দিন, হাফিজ মোঃ আদনান আহমদ, হাফিজ মোঃ মাহবুবুর রহমান শাফে, মোঃ আব্দুর নুর, মোঃ হানিফ মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ আবু তাহের-সহ মসজিদ কমিটির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুসলেহ উদ্দিন চৌধুরী।