ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ী গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২৭ জানুয়ারী ২০২৩ ১০:৩২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় সিলেটে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোয়াইনঘাট থানাধীন রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর এলাকা থেকে ৯ জুয়াড়ীকে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

এ ছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জামাল উদ্দিনকেও গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ।

গভীর রাতে থানা পুলিশের একটি বিশেষ দল গোয়াইনঘাট থানাধীন বঙ্গবীর এলাকায় জুয়ার আসরে হানা দিলে ১। আমির হোসেন (৩৩) ২। আলীম উদ্দিন (৩৫) ৩। ইমাম উদ্দিন (৪২) ৪। ময়নুল ইসলাম (৪২) ৫। আব্দুস ছামাদ (৫২) ৬। শাহ আলম (৩২) ৭। জিয়াউর রহমান (৩২) ৮। নাজিম উদ্দিন (৫০) এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামী ৯। মো. জামাল উদ্দিন (৪৫), পিতা হাজির আলী, সাং-যৎনাথা, থানা-গোয়াইনঘাটকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর এলাকা থেকে জোয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। তাদের মধ্যে একজন ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে। ধৃতদের ওপর মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।