গোপালগঞ্জে পৌর মেয়র শেখ রকিব হোসেনের মহানুভবতায় ঈদের আনন্দ উপভোগ করতে পারবে ১২৪ পরিচ্ছন্নতা কর্মির পরিবার।
আজ বুধবার(১২ এপ্রিল)দুপুরে পৌর মেয়র তাঁর সম্মানির টাকা পরিচ্ছন্নতা কর্মিদের পরিবারের মাঝে ঈদ উদযাপন করার জন্য বিতরন করেছেন।
পৌর মেয়রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আর্থিক ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঈদ করার জন্য প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মি নগদ ৫ হাজার টাকা করে পেলেন। এতে আনন্দে আত্মহারা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মিরা।
পৌর মেয়র শেখ রকিব হোসেন বলেন, কাফনের কাপড়ে কোন পকেট থাকে না। আর আমি মারা গেলে কোন অর্থ সম্পদ সাথে করে নিয়ে যেতে পারবো না। তাই আমি আমার বেতন বোনাস ও সম্মানীর গচ্ছিত টাকা থেকে ১২৪ পরিচ্ছন্ন কর্মিকে ঈদ করার জন্য ৫ হাজার করে আর্থিক অনুদান প্রদান করেছি। এ দিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারবে। আর এতেই আমার আনন্দ। আগামীতেও প্রতি ঈদুল ফিতরে তিনি পরিচ্ছন্নতা কর্মিদের ঈদ অনুদান প্রদান অব্যাহত রাখবেন বলেন জানান।