ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

গোয়াইনঘাট শিক্ষা ব্যবস্থার করুণ দশা ছিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০৯:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়া হচ্ছে।
তিনি মঙ্গলবার (২১ মার্চ) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার আগে গোয়াইনঘাট উপজেলায় ছিল না কোনো কলেজ। ছিল  শিক্ষা ব্যবস্থার করুন দশা। বর্তমানে গোয়াইনঘাট সরকারি কলেজের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে রয়েছে কলেজ ও কলেজিয়েট স্কুল।

মন্ত্রী বলেন, সরকার বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান বিষয়ে দক্ষতা অর্জন করে ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আরও উন্নত হতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে। গুরুত্ব দিতে হবে কারিগরি, তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনে।
মন্ত্রী বলেন, অপরিসীম মমত্ববোধ নিয়ে আর পরম ভালোবাসায় জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্য খাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এ সেবা বিস্তৃত হয়েছে। আধুনিক বাংলাদেশের স্থপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা আরও স্মার্ট হবে।

মন্ত্রী সকাল ১১ টায় নব এমপিভুক্ত রুস্তুমপুর ইউনিয়নের রুস্তুমপুর কলেজ ও বিকাল ৩টায় তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল কলেজ গভর্নিং বডি আয়োজিত শোকরানা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকাল সাড়ে ৪ টায় নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে নন্দিরগাওঁ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। মন্ত্রী সন্ধ্যা ৬ টায় নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে সেলাই মেশিন বিতরণ করেন।
দিনব্যাপি অনুষ্ঠান মালায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সাংগঠনিক সম্পাদক ও রস্তুমপুর কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন, তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, সদস্য সিরাজ উদ্দিন, নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, যুবলীগ নেতা মিজানুর রহমান, আলাজুর রহমান প্রমুখ।